বকশীগঞ্জে বিচারিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

বকশীগঞ্জে বিচারিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ‘গ্রাম আদালতে বিচারিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ১১ ফেব্রুয়ারি বকশীগঞ্জ উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক সহযোগিতায় ও সহযোগী সংস্থা মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপির জেলা ফ্যাসিলিটেটর মালিক শামীম আখতার, প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রোবিনা বেগম, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান ফারুক, গ্রাম আদালত সহকারী সুমন মিয়া ও শামীম মিয়া প্রমুখ।

কর্মশালায় সাতটি ইউনিয়নের নারী ইউপি সদস্য, বিভিন্ন ইউনিয়নের গ্রাম আদালত সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নারী ইউপি সদস্যদের অংশগ্রহণ ও তাদের জোড়ালো ভূমিকা রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।