ইসলামপুরে বহিরাগত শিক্ষার্থীর ১৫ দিনের জেল, বহিষ্কার ৪

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে বহিরাগত এক শিক্ষার্থীকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জে জে কে এম হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে চার পরীক্ষার্থীকে অসদোপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি ইসলামপুর উপজেলার নেকজাহান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে পরীক্ষায় নকলে সহায়তা করার অভিযোগে সঙ্গীত ঋষি (২২) নামের বহিরাগত এক শিক্ষার্থী আটক করা হয়।

পরীক্ষা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা আইনে বহিরাগত শিক্ষার্থী সঙ্গীত ঋষিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই শিক্ষার্থী পৌর এলাকার ঋষিপাড়ার নেপেন ঋষির ছেলে। কারাদণ্ড প্রাপ্ত শিক্ষার্থী সঙ্গীত ঋষিকে জেলা কারাগারে পাঠানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালতের এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।