নকলা বিহাড়ী নদী দখলমুক্ত করতে অভিযান

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকায় বিহাড়ী নদীটির কিছু অংশ স্থানীয়রা বেদখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছিল দীর্ঘদিন ধরে। এ নদীকে বেদখলমুক্ত করতে ইতিপূর্ব জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছিলেন স্থানীরা। অবশেষে ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় এ নদীর দখলমুক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসন অভিযান শুরু করেছে।

এ অভিযানে নদীটির প্রায় ৬ একর জমি দখলমুক্ত করা হয়েছে। অভিযানটির নেতৃত্ব দেন শেরপুরের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আশরাফুল আলম রাসেল। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নদীটির অবৈধ দখলদার মুক্ত করতে চলা অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে নদীটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।