বকশীগঞ্জে দুগ্ধদায়ী মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা

চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৪০০ দুগ্ধদায়ী মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ২০১৮-১৯ অর্থবছরের আওতায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় উপকারভোগীদের মাঝে স্বাস্থ্যসেবা জোরদারকরণের লক্ষ্যে বিনামূল্যে দুগ্ধদায়ী মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও পরিচর্যা সামগ্রী দেওয়া হয়।

২৮ ডিসেম্বর সকালে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক হোসনে মোবারক। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক সুশীল বমন ও মহিলা বিষয়ক কাযালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।