নকলায় আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের কৃষকরা

বাড়তি আয়ের লক্ষ্যে মৌসুমের আগেই শীতকালিন বেগুন বাজারে তুলতে শুরু করেছেন নকলার চরাঞ্চলের কৃষকরা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শীত এলেই বাজারে মিলবে শীতকালীন নানা ধরনের সবজি। তাই সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের নকলা উপজেলার চরাঞ্চলের কৃষকরা। অধিক লাভের আশায় আগাম সবজি চাষে ক্ষেতের পরির্চযা নিয়ে কৃষকদের যেন দম ফেলার সময় নেই। এদিকে নিয়মিত মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি বিভাগ।

নকলায় পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকার জমিতে বালির আস্তরণের কারণে ধান চাষ খুব একটা ভালো হয় না। তাই আসছে শীত মওসুমকে সামনে রেখে অধিক লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত এখন নকলার চরাঞ্চলের চাষিরা। স্বল্প খরচে উৎপাদিত এখানকার সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। মৌসুমের আগেই শীতকালিন বেগুন, লাউ, টমেটো, শসা, ফুল কপি, বাঁধা কপি, শিম, মূলা, ঢেঁড়শ, করলাসহ নানা ধরনের সবজি বাজারে তুলে বাড়তি আয়ের লক্ষ্যে কাজ করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস বলেন, উপজেলায় চরঅষ্ঠধর ও চন্দ্রকোনা ইউনিয়নে এবার আগাম সবজি চাষ হয়। প্রতিবারের মতো এবারও সবজির বাম্পার ফলনের আশা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। সেই লক্ষ্যে নিয়মিত মাঠ পরিদর্শন, কৃষি প্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বছর রবি মৌসুমে প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে সবজির আবাদ হলেও এর মধ্যে প্রায় ৭৫০ হেক্টর জমিতে আগাম সবজির আবাদ হয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শীতকালীন সবজি চাষের মওসুম শুরু হলেও অধিক লাভের আশায় এক মাস আগে থেকেই এ চাষাবাদ শুরু করেছে চাষিরা।