বকশীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উদ্যোগে ৬ নভেম্বর বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ও বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন।

এছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, হিন্দু পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণম্যান্য ব্যক্তি, সুধীজন উপস্থিত ছিলেন।

৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন সচেতনতা কার্যক্রম, প্রশিক্ষণ পরিচালনা করবে ফায়ার সাভিস স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।