মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখা এক মতবিনিময় সভা করেছে। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। ২ নভেম্বর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আগামী ২৩ নভেম্বর জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।