নকলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, হিন্দু, খ্রিস্ট্রান, বোদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, আবাসিক প্রকৌশলী আতিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা শরিফ হোসেন, নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা, আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তার নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে আসন্ন দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, নকলা উপজেলায় ২০টি পূজা মন্ডবে দুর্গা পূজা পালিত হবে।