ইসলামপুরে ‘জঞ্জাল’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

জঞ্জাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জঞ্জাল এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ আগস্ট সন্ধ্যায় পৌর শহরের রেল গেইট ব্রহ্মপুত্র কালচারাল একামেডি কার্যালয়ে পয়মল মিডিয়ার আয়োজনে সৈয়দ মাসুদ রাজা নির্মিত সচেতনতামূলক জঞ্জাল নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির উদ্বোধন করা হয়।

পরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দুর্নীতি বিরোধী বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠানে সৈয়দ মাসুদ রাজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সরকারী কলেজের উপাদক্ষ ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, সাংস্কৃতিক ব্যক্তি ও ব্যবসায়ী নুর ইসলাম নুর।

এছাড়াও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর আইন কলেজের অধ্যক্ষ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনেতা আইনজীবী আব্দুস সালাম। আজিজুর রহমান বিএসসির সঞ্চালনায় অন্যানের মধ্যে ব্যাংকার মাজহারুল ইসলাম, খোরশেদ আলম, সাংবাদিক শফিকুল ইসলাম ফারুক বক্তব্য রাখেন।

এসময় বক্তারা সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সমাজের অন্যায় অনাচার, দুর্নীতি রোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।