ইসলামপুরে সুধীদের সাথে মতবিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নাগরিকদের সার্বিক সুবিধা, বেপরোয়া অটোরিকশা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সুধীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বিকালে ইসলামপুর পৌর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নের অটো রিকশা পরিচালনার ক্ষেত্রে শর্ত, নীতিমালা বাস্তবায়ন করা সহ অটোরিকশা চাপায় নিহত মনজুর পরিবারকে অটো মালিক সমিতি’র পক্ষ থেকে সহযোগিতার করার নির্দেশ প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামপুর সার্কেলের সহাকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া ও আফরোজী আক্তার তানিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সচিব মিন্টু, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, দৈনিক ইত্তেফাকের জামালপুর প্রতিনিধি এস এম হালিম দুলাল, সাংবাদিক ওসমান হারুনী, ইসলামপুর উপজেলা শাখার সাবেক ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক জুয়েল প্রমুখ।

সুধীজন, সাংবাদিক, কলাকৌশলী, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশ নেন।