নকলায় সমন্বিত কর্মসূচিতে মশক নিধন

মশক নিধন কর্মসূচি উপলক্ষে নকলায় শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ হ্রাস করতে উপজেলাব্যাপী একযোগে মশক নিধনের লক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সকল শ্রেণি পেশার সকলের সমন্বয়ে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে ৭ আগস্ট সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে প্রচারপত্র বিতরণ করে জনসচেতনতা বৃদ্ধি করা হয়।

নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রমুখ।

এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবগর্, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।