সরিষাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও গুজব প্রতিরোধ বিষয়ে সুধী সমাজের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সন্ধ্যায় সরিষাবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা হাকিম সোহেল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক উপ-অধিনায়ক আব্দুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মনজুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।