বকশীগঞ্জে ৫ ডেঙ্গু রোগী শনাক্ত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়ও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। গত চারদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ পাঁচজন রোগী শনাক্ত করেছেন। যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ থেকে জানা যায়, এখন পর্যন্ত পাঁচজন রোগীকে শনাক্ত করা হয়েছে। রোগীরা হলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাব্বির আহমেদ (২০), ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামের নুর হোসেনের ছেলে রাসেল মিয়া (২৪), বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের আবু বকরের ছেলে রবিউল ইসলাম (২০), কাছিমারচর গ্রামের বিপুল মিয়া (২৬) ও খোশালপুর গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম (৩৫) ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক জাহিদুল আরেফিন জানান, রোগীদের শনাক্তের পর তাদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।