নকলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের শোভাযাত্রা

নকলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

পরে নকলা পৌরসভার সহযোগিতায় ফোগাড় মেশিনের সাহায্যে শহরের বিভিন্ন স্থানে মশা নিধন করা হয়।