নকলায় চলমান গুজব রোধে ইমাম সমাবেশ অনুষ্ঠিত

ইমাম সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ছবি : বাংলারচিঠিটিকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডকম

গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সকালে শেরপুর জেলা পুলিশের আয়োজনে নকলা থানা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

নকলা উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলনা আব্দুল জলিল কাসেমী, ইসলামী ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক ওয়ালী উল্লাহ প্রমুখ।

বক্তরা চলমান ছেলেধরা গুজব, বন্যা পরিস্থিতির মোকাবেলা, ইভটিজিং ও জঙ্গি বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও প্রতি শুক্রবার জুমআর নামাজে সকল ইমামকে এ বিষয়ে মুসল্লিদের সচেতন করতে বক্তব্য রাখার আহ্বানও জানানো হয়।