উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার ইন্তেকাল

সামছুল হুদা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সবচেয়ে প্রাচীন এবং ময়মনসিংহ বিভাগের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক মাহমুদ উল হুদা লাভলুর বাবা কৃষিবিদ সামছুল হুদা (৮২) ৬ জুলাই দিবাগত রাত দেড়টায় ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর পরিচর্যা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুত্যুকালে দুই ছেলে এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জামালপুরে শোকের ছায়া নেমে আসে।

৭ জুলাই সকাল ১১টায় সামছুল হুদার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় তাঁর সারা জীবনের কর্মস্থল উন্নয়ন সংঘের ক্যাম্পাসে। দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয় মরহুমের জন্মস্থান শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের পাইকরতলা ঈদগাহ মাঠে। বাদ জোহর জামালপুর টেনিস ক্লাব মাঠে তৃতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জামালপুর পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

সামছুল হুদার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জেলা প্রশাসক আহমেদ কবীর, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, বিপিএম (বার), জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীসহ জামালপুরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

উল্লেখ যে, সামছুল হুদা বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা জামালপুরের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন উন্নয়ন সংঘ। তাঁর প্রতিষ্ঠিত সংস্থায় বর্তমানে দুই লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকার ভোগ করছে।