নকলা পৌরসভার প্রায় ৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন বাজেট ঘোষণা করেন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নতুন কোনো করারোপ ছাড়াই ২০১৯-২০ অর্থ বছরের জন্য শেরপুরের নকলা পৌরসভার ৪৭ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার ৫৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন দুপুরে পৌর সভাকক্ষে গণমাধ্যমকর্মী, পেশাজীবী প্রতিনিধি ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিদের উপস্থিতিতে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৪ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৭৩৬ টাকা আয় এবং ৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল ইসলাম, কাউন্সিলর ছায়েদুর রহমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন, ইন্দ্রজিত কুমার ধর, মাহবুবুর রহমান বিদ্যুৎ, বেলাল আকন্দ, চিকিৎসক জাহানারা মমতাজ ছবি, সাংবাদিক তালাত মাহমুদ, জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল আউয়াল সেলিম।