জামালপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে কর্মশালা

বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার রাজস্ব এ এইচ এম লোকমান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে জামালপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলা প্রশাসন ২০ জুন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে কর্মশালায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার রাজস্ব এ এইচ এম লোকমান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এহসান মাজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। এতে সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত ইকরাম।

কর্মশালায় সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, এনজিওকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।