নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন বোরহান উদ্দিন

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নকলা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান হিবেবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২৯ হাজার ৮৩৯ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৮৮৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার। তিনি মোট ভোট পেয়েছেন ৪০ হাজার ২০৯ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৯২৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোছা. ফরিদা ইয়াসমিন। তিনি পেয়েছেন মোট ৩৪ হাজার ২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দা উম্মে কুলছুম প্রজাপতি প্রতীক নিয়ে ১১ হাজার ৯০৫ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে লাকী আক্তার পেয়েছেন ৭ হাজার ৭৮৮ ভোট।

একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে নকলা উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫৩৫ জন।