ইসলামপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালা

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ সুহেল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে ১৯ জুন দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ সুহেল মাহমুদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।