বকশীগঞ্জে সাংবাদিক পরিষদের মানববন্ধন

সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডকম

কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি ও বাংলারচিঠিডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জ সাংবাদিক পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১১ জুন বকশীগঞ্জ সাংবাদিক পরিষদ কার্যালয়ের সামনে মালিবাগ মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি আশরাফুল হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম মূসা আলী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমদাদুল হক লালন, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি মো. রেজাউল করিম বকুল, সহসভাপতি এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, যুগ্মসাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক রমেশ সরকার, সদস্য তাসলিম কবির বাবু, বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সদস্য মাহাবুর রহমান ময়ূর, সজিব ওয়াজেদ জয় পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শোয়েব আল হাসান সজল প্রমুখ। সঞ্চালনা করেন বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রনি।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সুধীবৃন্দসহ সর্বস্তরের লোক অংশ নেন।

প্রসঙ্গত, গত ২৮ মে দুপুরে জামালপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই হামলার ঘটনায় মোস্তফা মনজু বাদী হয়ে হামলার মূলহোতা স্ট্যাম্পভেন্ডার ও জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ নয়জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটির আসামিরা আদালত থেকে জামিন নিয়ে মোস্তফা মনজুসহ আন্দোলনরত জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকনেতৃবৃন্দ ও অন্যান্য সকল সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এ ধরনের হুমকিতে সাংবাদিক মোস্তফা মনজুসহ জেলায় কর্মরত ৪৮ জন সাংবাদিক পৃথকভাবে জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ৯ জুন মামলাটির বাদী মোস্তফা মনজু জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সোলায়মান কবীরের আদালতে মামলাটির সকল আসামিদের জামিন বাতিলের আবেদন জানালে আদালত জামিন বাতিল করে মামলাটির নয়জন আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেছেন।