সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদ সভা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কালের কন্ঠের জামালপুর প্রতিনিধি ও বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলাকারীদের শাস্তির দাবিতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডাকবাংলা সংলগ্ন চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম এলানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মো. খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, যুগ্মসাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, ক্লাবের সদস্য মো. নজরুল ইসলাম, রশিদুল ইসলাম, জাকিউল ইসলাম প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলস্রোতধারার সাংবাদিকরা যখন অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলেন। এ সময় সমাজের স্বার্থান্বেষী দুর্নীতিবাজরা সাংবাদিকদের কন্ঠরোধ করতে চায়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৮ মে দুপুরে জামালপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোস্তফা মনজুর ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই হামলার ঘটনায় মোস্তফা মনজু বাদী হয়ে হামলার মূলহোতা স্ট্যাম্পভেন্ডার ও জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ নয়জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটির আসামিরা আদালত থেকে জামিন নিয়ে মোস্তফা মনজুসহ আন্দোলনরত জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকনেতৃবৃন্দ ও অন্যান্য সকল সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এ ধরনের হুমকিতে সাংবাদিক মোস্তফা মনজুসহ জেলায় কর্মরত ৪৮ জন সাংবাদিক পৃথকভাবে জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।