নকলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ৭ জুন রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের গৌড়দ্বার নামক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

স্থানীয়রা জানায়, ৭ জুন রাত সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ইয়োলো লাইন নামক একটি যাত্রীবাহী বাস শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আসছিল। পথে গৌড়দ্বার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শেরপুর থেকে চটগ্রামগামী শামীম এন্ট্রারপ্রাইজ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস দুটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং সামনের অংশ দুমড়ে মুচরে যায়। এতে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা ও খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে।

খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহওনয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।