জামালপুরে রেলওয়ে শ্রমিকলীগের ইফতার মাহফিল

রেলওয়ে শ্রমিকলীগের ইফতারের আগে মোনজাতে অংশ নেন অতিথি ও নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ জামালপুর জেলা শাখার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে সন্ধ্যায় জামালপুর রেলস্টেশন প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ উজ্জ্বল মাহমুদের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে জামালপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জামালপুর পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক খলিল শেখ, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ জামালপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান জুয়েল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান মুকুল, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যকরি সদস্য আসাদুজ্জামান, রাসেলসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর নিহত শ্রমিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

sarkar furniture Ad
Green House Ad