নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক
বাংলারচিঠিডটকম
প্রতি বছরের মতো এবারো প্রবাসী এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ১৯ মে মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র জামালপুর জেলা সমিতি। নিউইয়র্কের হাট বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর সভাপতি মুক্তিযোদ্ধানাজমুল হক।
জামালপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু মোরাদ, আবু হায়াত মোস্তফা হেলাল, আশরাফ আখতার, বেলাল, আতিক, মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু, বিপ্লব, সিদ্দিক, দুলাল, সোহেল, মুখলেছ, নবীন, সাফি, নুরুল ইসলাম। এছাড়া উপদেষ্টা কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন, চিকিৎসক মো. জামান, মো. সুরুজ্জামান, সালেহ শফিক গেন্দা, মো. আলাউদ্দিন, পলাশ, মুন, রিপন, বাবু, হাবিব, আজিজ, বাসেত আলী, শামীম, সম্রাট সমিতির সদস্যসহ অনেক অতিথি উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই আব্দুল আজিজের ছেলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।