নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন জামালপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শহরের কৃষি ফার্মের বিনা উপকেন্দ্র মিলনায়তনে জেলা কৃষিবিদ ইনস্টিটিউশন এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। ইফতারে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পিপিএমবার ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক কবির উদ্দিন প্রমুখ। সংগঠনটির সাধারণ সম্পাদক কৃষিবিদ রফিকুল ইসলাম উজ্জলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ শফিকুর রহমান শিবলী।
ইফতার মাহফিলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন জামালপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।