দেওয়ানগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ

 

প্রশিক্ষণে তথ্য সংগ্রহকারী ও পরিদর্শক কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও পরিদর্শক কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় দেওয়ানগঞ্জ সরকারি এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজে এ প্রশিক্ষণের আয়োজন করে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন দিনব্যাপী এ প্রশিক্ষণ দেন। এতে নতুন ভোটার নিবন্ধন, ভোটার স্থানান্তর এবং ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কাটার জন্য নিয়োজিত দেওয়ানগঞ্জ উপজেলার ১০০ জন তথ্য সংগ্রহকারী ও ২৫ জন পরিদর্শক কর্মকর্তা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, তথ্য সংগ্রহকারী ও পরিদর্শক কর্মকর্তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আগামী ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত টানা ২১ দিন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করবেন।

যারা ২০০৪ সালের ১ জানুয়ারির পূর্বে জন্মগ্রহণ করেছে কেবল তাদের তথ্য সংগ্রহ করা হবে। কোনো কারণে আগে যারা ভোটার হতে পারেননি তাদেরও নতুন ভোটার হিসেবে নিবন্ধন করা হবে।