জামালপুরে বিনা উপকেন্দ্রে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরে বিনা উপকেন্দ্রে কৃষক প্রশিক্ষণে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত কৃষি প্রযুক্তির পরিচিতি এবং আউশ মৌসুমের বিনা ধান-১৯ এর চাষাবাদ প্রদ্ধতি ও বীজ সংরক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে জাত উদ্ভাবন শীর্ষক প্রকল্পের অর্থায়নে ১০ এপ্রিল বিকেলে বিনা উপকেন্দ্র জামালপুরের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান খান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজিজুল হক, কৃষিবিদ মো. নুরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদের ও দিলরুবা ইয়াসমিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিনা উপকেন্দ্র জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শামীম আকরাম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হিসাব রক্ষক ফারুক আহম্মদ ও গীতা পাঠ করেন সুনন্দা সরকার প্রমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র জামালপুরের পরীক্ষক কর্মকর্তা মো. আব্দুল বাকী, খামার ব্যবস্থাপক নিয়ামত তুল্লাহ, সহকারী পরীক্ষক কর্মকর্তা ফেরদৌসী বেগম প্রমুখ।