জামালপুর লালন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে লালন স্মরণোৎসব

লালন সঙ্গীত পরিবেশন করেন লালন আইনজীবী ইউসুফ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘এই মানুষের আছে রে মন, যারে বলে মানুষ রতন’ লালনের এই বাণীকে ধারণ করে জামালপুর লালন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও লালন স্মরণোৎসব ১৪২৫ উদযাপিত হয়েছে। ৬ এপ্রিল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের আয়োজন করা হয়।

লালন একাডেমির সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালন একাডেমির প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালন একাডেমির উপদেষ্টা ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল। অনুষ্ঠানে মুখ্য আলোচনা করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ হায়দার।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা লালন দর্শন, মানুষে মানুষে সম্প্রতির বন্ধন ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত লালনের জীবনী নিয়ে আলোচনা করেন।

পরে লালন সঙ্গীত পরিবেশন করেন লালন একাডেমির শিল্পী বাউল বিপ্লব মন্ডল, আইনজীবী ইউসুফ আলী, আইনজীবী নুরুল আমীন, এনামুল হক, সিরাজুল ইসলাম রনি, হামিদুল হক সিমান্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালন একাডেমির সাধারণ সম্পাদক আশারাফুজ্জামান স্বাধীন।