নকলায় এক গৃহবধূর আত্মহত্যা

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাবেয়া খাতুন নামের এক গৃহবধূ।  ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

তিনি উপজেলার গণপদ্দী ইউনিয়নের বড়ইতার এলাকার আফিজ উদ্দিনের মেয়ে ও লাল মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাবেয়া খাতুন ৬/৭ মাস যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। রাবেয়া ও তার দুই সন্তানকে রেখে ২ এপ্রিল সাংসারিক কাজে তার স্বামী বাড়ির বাইরে যান। পরে স্থানীয় লোকদের কাছে শুনতে পান রাবেয়া গলায় ফাঁস দিয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, রাবেয়া খাতুন তার বাবার বসতবাড়ির উত্তর পাশে দুচালা পরিত্যাক্ত টিনের ঘরের মাচার সাথে বাঁশের ধর্ণার সাথে রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা হাকিমের (এডিএম) অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।