বর্ণালী একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমকে সম্মাননা স্মারক দেওয়া হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরে সাংস্কৃতিক সংস্থা বর্ণালী একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

বর্ণালী একাডেমির সভাপতি বর্ণালী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, বর্ণালী একাডেমির প্রতিষ্ঠাতা আইনজীবী খলিলুর রহমান, কবি হাসান মাহমুদ প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ণালী একাডেমির পরিচালক জয়ন্ত ঘোষ রিপন ও যুবলীগনেত্রী বাঁধন।