ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

চক্ষু শিবিরে রোগীদের চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসক। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত এ চক্ষু শিবির চলে। মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরত্তোম স্মৃতি পরিষদের উদ্যোগে পৌর শহরের দেনুয়ার মোড়ে স্মৃতি পরিষদের কার্যালয়ে এ চক্ষু শিবিবের আয়োজন করা হয়।

চক্ষু শিবিরে বিনামূল্যে চোখের চিকিৎসাপত্র প্রদান, ন্যায্যমূল্যে ওষুধ ও চশমা প্রদান, মাত্র ২ হাজার ৮০০ টাকায় ছানি অপারেশন ও বিদেশি ল্যান্স সংযোজন, অপারেশন করা রোগীকে বিনামূল্যে কালো চশমা প্রদান, অপারেশন করা রোগীর বিনামূল্যে হাসপাতালে যাতায়াত ব্যবস্থা, নেত্রনালী পরিষ্কার, চোখের প্রেসার ও চশমার পাওয়ার পরীক্ষা বিনামূল্যে, স্বল্পমূল্যে নেত্রনালী ও মাংশবৃদ্ধি অপারেশন করা হয়।

চক্ষু শিবিরে রোগীদের চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসক। ছবি : বাংলারচিঠি ডটকম

মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরত্তোম স্মৃতি পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক নারায়ন মোদক বাংলারচিঠি ডটকমকে জানান, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার আয়োজনে স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু শিবির থেকে অন্তত তিন শতাধিক নারী-পুরুষ চোখের চিকিৎসা সেবা নেন।