
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম
দৈনিক যুগান্তরের দেওয়ানগঞ্জ প্রতিনিধি মদন মোহন ঘোষের ছোট ভাই জিল বাংলা চিনি কলের শ্রমিক শ্যাম সুন্দর ঘোষ (৪৫) ২২ মার্চ দিবাগত রাতে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জিল বাংলা চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মুতিউল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর শেষকৃত্যানুষ্ঠান দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়েছে।