
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওয়াশ প্রমোশন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ ২৩ মার্চ শুরু হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে।
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ ও নিরাপদ স্বাস্থ্যাভ্যাস তৈরি ও ছয়টি হাইজিন ইস্যু নিয়ে প্রথমদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার।
প্রশিক্ষণে গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) নারী ওয়াশ দলের ২০ জন নারী সদস্য অংশ নেন।