দেওয়ানগঞ্জে সিএনজিচাপায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ

দেওয়ানগঞ্জে দশম শ্রেণির ছাত্র নিহতের প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও করে শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সিএনজিচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নিহত ওই ছাত্রের সহপাঠী আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। তারা ২০ মার্চ বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ঘেরাও করে এ বিক্ষোভ করে।

১৯ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি সেতুর কাছে দ্রুতগামী সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক দশম শ্রেণির ছাত্র ওয়াছকুরুনী আল মামুন (১৫) নিহত হয়। সে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামের পশু চিকিৎসক মো. আব্দুস সামাদের ছেলে। সে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বীর হলকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিবন্ধিত ছাত্র হলেও পৌর এলাকার আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলে সে নিয়মিত ক্লাস করতো।

২০ মার্চ বেলা ১১টায় আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের পাঁচশতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে কালো ব্যাজ ধারণ করে ব্যানার পোস্টার ও ‘হারাতে চাই না আর কোনো ভাই, নিরাপদ সড়ক চাই’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ ঘেরাও করে।

উপজেলা পরিষদের সামনে সমাবেশে বক্তব্য রাখে নিহতের সহপাঠী দশম শ্রেণির ছাত্র লিয়ন, লাজিব ও অভিভাবক সেলিনা আক্তার। শোকাহত শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষণা করে সমাবেশে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আমির হোসেন মুরাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সান্ত্বনা দিয়ে স্কুলে ফিরে যাওয়ার আহবান জানালে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়।