নকলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নকলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র কাম উপজেলা কৃষি দপ্তরের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ মার্চ সকালে এ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের উপপরিচালক আশরাফ উদ্দিন, ময়মনসিংহ অঞ্চল অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম,  ময়মনসিংহ অঞ্চলের ট্রেনিং কো-অর্ডিনেটর (এফটিইউটিপি) শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ, গণপূর্ত বিভাগের অধীনে প্রায় কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মিত হবে।