নকলায় ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ

নকলায় ফলিত পুষ্টি বিষয়ের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় সমন্বিত উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প বারটান অঙ্গের অধীনে ফলিত পুষ্টি বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্কুল শিক্ষক, ইমাম, এনজিওকর্মী ও কৃষকদের নিয়ে তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে।

১৩ মার্চ সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বাস্তবায়নে উপজেলা বিআরডিবি মিলনায়তে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, পুষ্টি পরামর্শক মো. মাহফুজ আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস।