নকলায় পার্চিং উৎসব উদযাপিত

নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে পার্চিং উৎসব পালিত হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে পার্চিং উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলার গড়েরগাও, ছত্রকোনা, চন্দ্রকোনা, বাছুর আগলা এলাকায় শোভাযাত্রা ও কৃষকদের উদ্বুদ্ধ করতে সারাদিনব্যাপী কৃষকদের জমিতে বাঁশের কনচি ও গাছের ডাল পুতে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নে উদ্বুদ্ধ করা হয়।

এ সময় খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক মো. আষরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আনোয়ার হোসেন, স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ অঞ্চলের ৪ জেলার ৩৫টি উপজেলায় ১ হাজার ৮৪টি ব্লকে পার্চিং উৎসব পালিত হয়েছে। কর্মসূচি বাস্তবায়ন হলে কৃষকদের বোরো ফসলের ক্ষেত কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে যাবে।