নকলায় বিনামূল্যে মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

রবি ও পরবর্তী খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শেরপুরের নকলা উপজেলায় ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকাদর, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।

আলোচনার শুরুতে রাজধানী ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।