শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
শেরপুরের নকলা থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নকলা উপজেলার মেহের আলীর ছেলে আব্দুল জলিল (৩৮), মৃত আহেদ আলী সরকারের ছেলে খোকন (৫৫), মুনিরুজ্জাামনের ছেলে সাদ্দাম হোসেন (২৫), মৃত ওয়েজ উদ্দিনের ছেলে সওদাগর (৪২), মৃত কফিল উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া (৪২) ও হাসপাতাল মোড় এলাকার সুবুর মুন্সী (৩৮)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ১২ ফেব্রুয়ারি রাতে তাদের গ্রেপ্তার করে। পরে ১৩ ফেব্রুয়ারি সকালে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়।