চন্দ্রকোনা ইউপি সংরক্ষিত আসনের উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের সংরক্ষিত আসনের ১ নম্বর ওয়ার্ডের (শূন্য পদে) উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেন। তারা হলেন, নিপা বেগম, মাইমুনা বেগম ও সালমা বেগম।

৩ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ের শেষ দিনে তিনজন প্রার্থীই বৈধতা পায়। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এই ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্রে ১৪টি বুথে ৭ হাজার ৬৩ জন ভোটার ভোট দিতে পারবেন।

উল্লেখ্য, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শিউলী বেগম মারা যাওয়ায় পদটি শূন্য হয়।