জিল বাংলায় আখ চাষীদের প্রতিবাদ সমাবেশ

জিলবাংলা চিনি কলে আখ চাষীদের প্রতিবাদ সমাবেশ। ছবি : বিল্লাল হোসেন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জিলবাংলা চিনি কলে বিক্রি করা আখের প্রায় ১৩ কোটি টাকার বকেয়া পরিশোধের দাবিসহ নানা অনিয়মের প্রতিবাদে ৪ ফেব্রুয়ারি দুপুরে চিনি কলের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন চুক্তিবদ্ধ আখ চাষীরা।

আখ চাষী কল্যাণ সমিতি আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, উপদেষ্টা দেলুলুর রহমান, সদস্য আব্দুর রাজ্জাক, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ।

সমাবেশে বক্তারা আখের পুর্জি বিড়ম্বনা, ওজনে কারচুপি, সরকারি ভর্তুকী প্রদানে অনিয়মসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে তারা তাদের সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে আখ বিক্রির অর্থ পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

সংশিষ্ট সূত্রে জানা গেছে, জিলবাংলা চিনি কলের আটটি উপ-এলাকার মোট ৩৯টি কেন্দ্রে প্রায় ২৫ হাজার আখ চাষী তাদের আখ বিক্রি করেন। চাষীরা আখ সরবরাহের জন্য তাদের মুঠোফোনে খুদে বার্তা পান। এর প্রেক্ষিতে চাষীরা আখ সরবরাহ করে থাকেন। চলতি মাস পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকা বকেয়া জমা হয়েছে। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সর্বশেষ আখ বিক্রির টাকা পান তারা। কিন্তু এরপর তারা আর টাকা পাননি। ফলে টাকার অভাবে অনেক চাষী দুর্ভোগে রয়েছেন।