জামালপুর উচ্চ বিদ্যালয় ৫২ রানে জয়ী

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

৩ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপের খেলায় রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় দলের বিপক্ষে ৫২ রানে জিতেছে জামালপুর উচ্চ বিদ্যালয় দল।

টসে জিতে জামালপুর উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা ৩৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে।

জবাবে রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় ২৫ ওভারে ৯১ রান করেই সব আউট হয়ে যায়। এতে জামালপুর উচ্চ বিদ্যালয় ৫২ রানে জিতে যায়।

ম্যাচ সেরা হয়েছে জয়ী দলের অন্তর। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মামুন ও আলিম।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর উচ্চ বিদ্যালয় : ১৪৩/১০, ৩৪.১ ওভার (মুনাশির ৩৬, অন্তর ২২, আসিফ ০৭-০১-২৪-০৪, সজিব ০৭-০০-২০-০১)
রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় : ৯১/১০, ২৫ ওভার (রাকিবুল ১৮, ইমন ১৭*, অন্তর ০৭-০১-২৫-০৩, সিয়াম ০৫-০০-২৭-০৩)
ফল : জামালপুর উচ্চ বিদ্যালয় ৫২ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের অন্তর।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়।