আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বিশ্বকাপের মত বড় বৈশ্বিক আসরের আগে দলগুলো নামে প্রস্তুতি ম্যাচে। ৩০ মে শুরু হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০১৯। তাই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

আর সেই সূচিতে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ রয়েছে দুটি, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ারই দুই দেশ ভারত ও পাকিস্তান।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে; অর্থাৎ প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। তার আগে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তানেরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মে। এই ম্যাচের ভেন্যু কার্ডিফ। এক দিন বিরতি দিয়ে ২৮ মে আবারো মাঠে নামতে হবে টাইগারদের। ২৮ মে একই ভেন্যুতে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দল।

একনজরে আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর প্রস্তুতি ম্যাচের সূচি:

তারিখ                        ম্যাচ                                   ভেন্যু

২৪ মে ২০১৯         পাকিস্তান বনাম আফগানিস্তান         ব্রিস্টল
২৪ মে ২০১৯         শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা         কার্ডিফ
২৫ মে ২০১৯         ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া                হ্যাম্পশায়ার
২৫ মে ২০১৯         ভারত বনাম নিউজিল্যান্ড               ওভাল
২৬ মে ২০১৯      বাংলাদেশ বনাম পাকিস্তান      কার্ডিফ
২৬ মে ২০১৯         দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ  ব্রিস্টল
২৭ মে ২০১৯           অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা                হ্যাম্পশায়ার
২৭ মে ২০১৯            ইংল্যান্ড বনাম আফগানিস্তান          ওভাল
২৮ মে ২০১৯        বাংলাদেশ বনাম ভারত         কার্ডিফ
২৮ মে ২০১৯           ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড   ব্রিস্টল

২ জুন শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওই দিন মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সূত্র : ডেইলি বাংলাদেশ