নকলায় কৃষক প্রশিক্ষণ

প্রশিক্ষণে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আসাদুল্লাহ। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় রবি মৌসুমে ‘নিরাপদ ফসল উৎপাদন কৌশল ও ব্যবস্থাপনা শীর্ষক’ কৃষক/কৃষাণীদের দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩০ জানুয়ারি সকালে উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আসাদুল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খামারবাড়ী শেরপুরের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।

এ সময় বক্তারা সমন্বিত কৃষি উন্নয়নের সহায়ক মাধ্যম, খাদ্য ও পুষ্টি ধারণা এবং নিরাপদ খাদ্যের গুরুত্ব পরিবর্তিত জলবায়ু নিরাপদ ফসল উৎপাদনের ও বসত বাড়িতে সবজি ও ফল বাগানের কৌশল, ফরমালিন মৃক্ত নিরাপদ সবজি ও ফল সংরক্ষণের উপায় সম্পর্কে কৃষকদের মধ্যে অবহিত করেন।