গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
গাজীপুরে ৫ জানুয়ারি একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মহানগরের ভাওরাইদ উত্তরপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত পোশাক শ্রমিকের নাম আফরোজা। তার স্বামীর নাম শাজাহান।

গাজীপুর মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির চন্দ্র সুত্রধর বলেন, আফরোজার পরকীয়া নিয়ে ৪ জানুয়ারি স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে আফরোজাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে আফরোজার স্বামী পলাতক রয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad