দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আঞ্চলিক কার্যালয় ২৭ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
কর্মশালার আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী খন্দকার আশরাফ, শিক্ষা কর্মকর্তঅ আজাদুর রহমান ভূইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, জ্যেষ্ঠ সাংবাদিক মদন মোহন ঘোষ, খাদিমুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, বেইস কর্মকর্তা আসুসহ স্থানীয় ব্র্যাক কর্মকর্তাবৃন্দ। আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাক জেলা ব্যবস্থাপক খালেকুজ্জামান।