জামালপুর ১ম বিভাগ ফুটবল লিগ চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ

চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ দলের অধিনায়ক ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

এম ইউ শাকিল
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারি প্রথম বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে সুমন স্মৃতি একাদশ। ২৩ নভেম্বর বিকেলে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে লিগের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

সুমন স্মৃতি একাদশ ও কাছারিপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী খেলার প্রথমার্ধে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণ করলেও কোনো গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধে আবারো আক্রমণ পাল্টা আক্রমণ হলেও শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে সুমন স্মৃতি একাদশ ৫-৪ গোলে কাছারিপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় উভয় দলে ১২ জন বিদেশি ফুটবলার অংশ নেয়। এ খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন তামিল হোসেন মানিক এবং সহকারী রেফারি ছিলেন সাকিব হোসেন রানা, মামুন ও শাহ্ আলম। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করে। এ ফুটবল লিগে ১৬টি দল অংশ নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর। চ্যাম্পিয়ন দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন জামালপুর জেলা পরিষদ সদস্য নাঈম রহমান, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সভপতি রাজন সাহা। এ সময় বিশেষ অতিথি হিসেবে জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম ফরিদ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।