ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রক্তের বন্ধন টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ শেরপুর দোকান মালিক ঐক্য পরিষদের কমিটি গঠিত মাদারগঞ্জে সেচ্ছাসেবকদল নেতার গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরি নিরাপদ সড়ক দিবস : জামালপুরে শোভাযাত্রা, পথসভা ও হেলমেট বিতরণ দেওয়ানগঞ্জে মাদরাসাছাত্র হত্যা : দুই আসামিকে আটকাদেশ ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাগজে কলমেই প্রকল্প সীমাবদ্ধ

শেরপুরে এসএসসি ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ

এসএসসি ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

এসএসসি ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ( টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ১৯ নভেম্বর বিকেলে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শেরপুর-রাংটিয়া সড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে।

সূত্র জানায় যায়, উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৮৫ জন শিক্ষার্থী এবার এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ১০১ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৮৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী এসএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগের দাবিতে এ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্মলিত প্লে-কার্ড প্রদর্শন করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরম পূরণ করতে দিচ্ছে না। এ সময় পুনরায় পরীক্ষার নেওয়ার দাবী জানায় আন্দোলন শিক্ষার্থীরা।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বিদ্যালয়ে শ্রেণি কক্ষে নামমাত্র পাঠদান করিয়ে আমাদের প্রাইভেট পড়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। আর প্রাইভেট না পড়লে অনেক সময় ফেল করানো হয়।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, সরকারি নিয়মানুযায়ী অকৃতকার্য শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু পুনরায় পরীক্ষা নেওয়া যায় কিনা তা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো যাবে।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, সরকারি পরিপত্র মেনে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা হচ্ছে। এর বাহিরে কোন সুযোগ নেই।

উল্লেখ্য, উপজেলার ১৯টি শিক্ষা-প্রতিষ্ঠানের এসএসসি নির্বাচনী পরীক্ষায় প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে প্রায় ৩০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে এসএসসি ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৫:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
এসএসসি ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ( টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ১৯ নভেম্বর বিকেলে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শেরপুর-রাংটিয়া সড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে।

সূত্র জানায় যায়, উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৮৫ জন শিক্ষার্থী এবার এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ১০১ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৮৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী এসএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগের দাবিতে এ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্মলিত প্লে-কার্ড প্রদর্শন করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরম পূরণ করতে দিচ্ছে না। এ সময় পুনরায় পরীক্ষার নেওয়ার দাবী জানায় আন্দোলন শিক্ষার্থীরা।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বিদ্যালয়ে শ্রেণি কক্ষে নামমাত্র পাঠদান করিয়ে আমাদের প্রাইভেট পড়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। আর প্রাইভেট না পড়লে অনেক সময় ফেল করানো হয়।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, সরকারি নিয়মানুযায়ী অকৃতকার্য শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু পুনরায় পরীক্ষা নেওয়া যায় কিনা তা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো যাবে।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, সরকারি পরিপত্র মেনে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা হচ্ছে। এর বাহিরে কোন সুযোগ নেই।

উল্লেখ্য, উপজেলার ১৯টি শিক্ষা-প্রতিষ্ঠানের এসএসসি নির্বাচনী পরীক্ষায় প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে প্রায় ৩০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়।