আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১৪ নভেম্বর

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ নভেম্বর সকাল এগারোটায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ নভেম্বর এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সূত্র: বাসস

sarkar furniture Ad
Green House Ad